News Details রবি থেকে মঙ্গলবার অফিস চলবে ৬ ঘণ্টা করে 2024-07-27 17:15:13 সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন রবিবার থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। এতে বলা হয়, ব্যাংক ও আদালত তাদের অফিসের সময়সূচী নিজেরাই নির্ধারণ করবে।এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।জানা যায়, কারফিউ জারি হওয়ায় গত রবিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হচ্ছে শিক্ষার্থীদের 2024-08-09 20:49:06 টিসিবির পণ্য বিক্রি শুরু আজটিসিবির পণ্য বিক্রি শুরু আজ 2024-08-04 10:08:51 বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী 2024-08-02 12:00:40 ব্যাপক অপপ্রচারের মধ্যেও বৈশ্বিক সমর্থনের জন্য কৃতজ্ঞ সরকার : পররাষ্ট্র মন্ত্রণালয় 2024-07-29 04:51:16 প্রতিটি মৃত্যুর ঘটনাই দুঃখজনক এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করা হবে। 2024-07-29 04:48:59 "উন্নয়নের যাত্রাকে বাঁধাগ্রস্ত করতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র" - স্থানীয় সরকার মন্ত্রী 2024-07-29 04:46:23 স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে: শ্রম প্রতিমন্ত্রী 2024-07-29 04:41:33 রবি থেকে মঙ্গলবার অফিস চলবে ৬ ঘণ্টা করে 2024-07-27 17:15:13 প্রকৃত শিক্ষার্থী আন্দোলনকারীদের কোনো হয়রানি হবে না। কিন্তু প্রতিটি হামলার ঘটনারই বিচার হবে, : পররাষ্ট্রমন্ত্রী 2024-07-27 17:09:38 ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 2023-03-27 10:57:15 বাংলাদেশের ৬৪ জেলার নাম মনে রাখার সহজ উপায় 2022-10-08 20:08:21 বাংলাদেশের ২৫টি টিভি চ্যানেল এর ঠিকানা ফোন নাম্বার ও ইমেইল নাম্বার দেওয়া হলো। 2022-10-04 12:46:28 সকাল জেলার sp দের ফোন নাম্বার 2022-09-20 22:59:32 পুলিশ 2022-08-05 16:30:35 নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ আন্তর্জাতিক ফ্যামিলি রেমিট্যান্স দিবস পালন 2022-06-20 06:07:35 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণশক্তির দক্ষিণ আফ্রিকা 2022-03-08 17:31:50 লুকাইনি, ভয় পাই না, যুদ্ধ শুরুর পরে প্রথমবার কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি 2022-03-08 17:26:33 ‘মুহূর্তেই’ অভিযান বন্ধে ইউক্রেনকে যে যে শর্ত দিল রাশিয়া 2022-03-08 11:12:10 পুতিনকে রুখতে বিশ্বের কাছে ইউক্রেন আরও যা চায় 2022-03-07 10:07:54 প্রবাসে ইউক্রেন সরকার গঠনের প্রস্তুতি পশ্চিমাদের 2022-03-07 09:57:35
সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন রবিবার থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। এতে বলা হয়, ব্যাংক ও আদালত তাদের অফিসের সময়সূচী নিজেরাই নির্ধারণ করবে।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।
জানা যায়, কারফিউ জারি হওয়ায় গত রবিবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না।ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।